Ways to get a job abroad.
বিদেশে চাকরি পাওয়ার উপায়ঃ
বিদেশে চাকরি পাওয়ার জন্য আপনাকে ট্যালেন্টেড হওয়ার সাথে সাথে চাকরি খোজার জন্য চেষ্টা করতে হবে। জব ওয়েবসাইট, লিংকড-ইন, কন্সাল্টেন্ট ফার্ম, এইচ আর কানেকশন সহ সব দিকেই নজর রাখতে হবে। জব ডেস্ক্রিপশন দেখে আবেদনও করতে হবে।
আপনার সিভি যদি ভালো হয় তাহলে ইন্টারভিউ কল পেয়ে যাবেন। এইসব ইন্টারভিউতে খুব স্মার্টলি ফেস করতে হয়।এরা অনেক ভাবেই আপনাকে বাজাবে আর আপনাকে প্রমান করতে হবে আপনিই বেস্ট।
বর্তমানে বিদেশিদের চাকরির ডিমান্ড অনেক হায় আর অনেক দেশ বিদেশীদের পছন্দ করছে। এখানে অনেক কারন আছে।তবে মুল কারন ২ টা। এক হলো অভিজ্ঞতা ও সেকেন্ড হলো বেতন।এই দিক দিয়ে ইন্ডিয়া সব থেকে এগিয়ে আছে তবে এই জায়গায় আমাদের স্কোপ হাই। কারন আমরাও অভিজ্ঞতা সম্পন্ন ও কম বেতনে চাকরি করতে পছন্দ করি।
আর এই জন্য জব প্লেসমেন্ট ফার্ম ও কন্সাল্টেন্টদের ডিমান্ড অনেক হাই।বিদেশে চাকরির জন্য ক্যান্ডিডেটদের সব ধরনের লিয়াজো করে জব প্লেসমেন্টে গুরুত্ব রাখে। ইন্টারভিউ থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত কন্সাল্টেন্ট হেল করে।আপনি যদি বিদেশে চাকরি করতে যেতে চান তাহলে বেস্ট হলো ওদের কালচার ফলো করে আবেদন করা অথবা কন্সাল্টেন্টদের সাহায্য নেওয়া।
এরই জন্য আমি AIM Executive Search BD নিয়ে কাজ করছি।আপনাদের জন্যই অনেক দেশে কন্সাল্টেন্ট হায়ার করেও ফেলেছি।উনারা আপনাদের সাহায্য করবে চাকরি পাওয়ার জন্য। আপনারা আগ্রহী হলে জানাবেন।
বিঃদ্রঃআমাদের ওয়েবসাইটের নতুন ভার্সন আপলোড করা হয়েছে।আপনারা দেশে সাজেশন দিয়েন যে কেমন হয়েছে?
#click this bottom Link Here and follow my Facebook page still with me for good job.
Writing UT Shamim
বিদেশে চাকরি পাওয়ার জন্য আপনাকে ট্যালেন্টেড হওয়ার সাথে সাথে চাকরি খোজার জন্য চেষ্টা করতে হবে। জব ওয়েবসাইট, লিংকড-ইন, কন্সাল্টেন্ট ফার্ম, এইচ আর কানেকশন সহ সব দিকেই নজর রাখতে হবে। জব ডেস্ক্রিপশন দেখে আবেদনও করতে হবে।
আপনার সিভি যদি ভালো হয় তাহলে ইন্টারভিউ কল পেয়ে যাবেন। এইসব ইন্টারভিউতে খুব স্মার্টলি ফেস করতে হয়।এরা অনেক ভাবেই আপনাকে বাজাবে আর আপনাকে প্রমান করতে হবে আপনিই বেস্ট।
বর্তমানে বিদেশিদের চাকরির ডিমান্ড অনেক হায় আর অনেক দেশ বিদেশীদের পছন্দ করছে। এখানে অনেক কারন আছে।তবে মুল কারন ২ টা। এক হলো অভিজ্ঞতা ও সেকেন্ড হলো বেতন।এই দিক দিয়ে ইন্ডিয়া সব থেকে এগিয়ে আছে তবে এই জায়গায় আমাদের স্কোপ হাই। কারন আমরাও অভিজ্ঞতা সম্পন্ন ও কম বেতনে চাকরি করতে পছন্দ করি।
আর এই জন্য জব প্লেসমেন্ট ফার্ম ও কন্সাল্টেন্টদের ডিমান্ড অনেক হাই।বিদেশে চাকরির জন্য ক্যান্ডিডেটদের সব ধরনের লিয়াজো করে জব প্লেসমেন্টে গুরুত্ব রাখে। ইন্টারভিউ থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত কন্সাল্টেন্ট হেল করে।আপনি যদি বিদেশে চাকরি করতে যেতে চান তাহলে বেস্ট হলো ওদের কালচার ফলো করে আবেদন করা অথবা কন্সাল্টেন্টদের সাহায্য নেওয়া।
এরই জন্য আমি AIM Executive Search BD নিয়ে কাজ করছি।আপনাদের জন্যই অনেক দেশে কন্সাল্টেন্ট হায়ার করেও ফেলেছি।উনারা আপনাদের সাহায্য করবে চাকরি পাওয়ার জন্য। আপনারা আগ্রহী হলে জানাবেন।
বিঃদ্রঃআমাদের ওয়েবসাইটের নতুন ভার্সন আপলোড করা হয়েছে।আপনারা দেশে সাজেশন দিয়েন যে কেমন হয়েছে?
#click this bottom Link Here and follow my Facebook page still with me for good job.
Writing UT Shamim
No comments